মানবসম্পদবিকাশমন্ত্রক

রোপার আইআইটি অক্সিজেন সরবরাহের নতুন সরঞ্জাম অ্যামলেক্স উদ্ভাবন করেছে

Posted On: 20 JUL 2021 5:45PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২০ জুলাই, ২০২১

চিকিৎসার কাজে অক্সিজেনের চাহিদা তিনগুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রোপার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অক্সিজেন সরবরাহের একটি যন্ত্র উদ্ভাবন করেছে। অ্যামলেক্স নামে এই যন্ত্রটি শুধুমাত্র রোগীর প্রশ্বাসের সময় অক্সিজেন সরবরাহ করবে। আবার নিঃশ্বাসের সময় অর্থাৎ যখন কার্বনডাই অক্সাইড নিঃসরণ হবে সেই সময় ওই যন্ত্র অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেবে। এর ফলে অহেতুক অক্সিজেনের অপচয় বন্ধ হবে।
এখন পর্যন্ত যা ব্যবস্থা রয়েছে সেই অনুযায়ী যখন কেউ কার্বডাই অক্সাইড ছাড়েন তখনও সিলিন্ডার বা পাইপের থেকে অক্সিজেন বের হয়। এর ফলে প্রচুর পরিমাণ অক্সিজেন নষ্ট হয়। এর পাশাপাশি মুখ থেকে মাস্ক সরানোর সময়ও সিলিন্ডার থেকে অক্সিজেন বেরিয়ে যায়। কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে অক্সিজেনের চাহিদা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় এর অপচয় বন্ধের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রোপার আইআইটি-র বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র-ছাত্রীরা অ্যামলেক্স নামে যে যন্ত্রটি উদ্ভাবন করেছেন সেটি খুব সহজেই অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা যায়। এছাড়াও রোগী যে মাস্ক পড়ে অক্সিজেন নিয়ে থাকেন সেই মাস্কের সঙ্গে অ্যামলেক্স যুক্ত করা যায়। এর মধ্যে একটি সংবেদী উপাদান রয়েছে যার মাধ্যমে যন্ত্র বুঝতে পারে কখন শ্বাস টানা হচ্ছে, এবং কখন শ্বাস ছাড়া হচ্ছে, সেই অনুযায়ী অক্সিজেন বের হবে।
দেশজুড়ে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু করোনা ভাইরাস মানুষের ফুসফুসে নেতিবাচক প্রভাব ফেলে এবং যার ফলে শ্বাস নিতে সমস্যা হয়, তাই রোগিকে অক্সিজেন দিতে হয়। সেই সময় এধরণের যন্ত্র ব্যবহার করলে প্রয়োজন ভিত্তিক অক্সিজেন সরবরাহ করা সম্ভব। রোপার আইআইটি এই প্রযুক্তি জাতির স্বার্থে বিনামূল্যে হস্তান্তর করতে চায়, যার সাহায্যে দেশে এধরণের যন্ত্র প্রচুর পরিমাণে তৈরি করা যাবে।

CG/CB/SKD



(Release ID: 1737262) Visitor Counter : 468


Read this release in: English