শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

ভারতের মুখ্য শ্রম কমিশনার শ্রীনগরে শ্রম আইন ও নতুন শ্রম বিধিগুলি নিয়ে প্রোজেক্ট আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেছেন

Posted On: 18 JUL 2021 5:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ জুলাই, ২০২১

ভারতের মুখ্য শ্রম কমিশনার শ্রী ডি পি এস নেগি আজ শ্রীনগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে নতুন শ্রম বিধিগুলিতে শ্রম আইন সম্পর্কে সংবেদনশীলতা গড়ে তোলা তথা শ্রম বিধিগুলির রূপায়ণ-অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজ্য সরকার সহ ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ, জাতীয় তাপবিদ্যুৎ নিগম, সীমান্ত সড়ক সংস্থা, পাওয়ার গ্রিড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং সিপিডাব্লুডি-র উচ্চপদস্থ প্রকল্প আধিকারিকদের সঙ্গে এক পৃথক বৈঠকে শ্রী নেগি প্রকল্প কেন্দ্রগুলিতে শ্রম বিধি কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ-খবর নেন। প্রকল্প কেন্দ্রে যেসমস্ত কর্মকাণ্ড চলছে, সেখানে শ্রম বিধিগুলির রূপায়ণ পরিস্থিতি তিনি পর্যালোচনা করেন।
রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা এবং প্রকল্পের দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজাররা বিভিন্ন শ্রম আইন মেনে চলা সম্পর্কে শ্রী নেগিকে অবহিত করেন। প্রকল্প কেন্দ্রগুলিতে শ্রম বিধি যথাযথ ভাবে মেনে চলা হচ্ছে জেনে শ্রী নেগি সন্তোষ প্রকাশ করেন। শ্রম আইন এবং নতুন শ্রম বিধিগুলির রূপায়ণের গুরুত্ব সম্পর্কে তিনি আধিকারিক এবং ঠিকাদারদের সচেতন করেন। তিনি বলেন, শ্রম বিধিগুলি মেনে চললে সব পক্ষই সমান লাভবান হবে। প্রকল্পের কাজে যুক্ত ঠিকাদার সংস্থার পাশাপাশি কর্মী এবং সরকার সব পক্ষই উপকৃত হবে। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও যাতে লাভবান হন তার জন্য ভারত সরকার শ্রমিক শ্রেণীর মানুষের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করছে। শ্রী নেগি আরও বলেন, শ্রম বিধিগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরকারের অধিকাংশ রাষ্ট্রায়ত্ব সংস্থাই সব শ্রেণীর কর্মীকে এমনকি লাইনের শেষে দাঁড়িয়ে থাকা কর্মীটিকেও সমান অগ্রাধিকার দিয়ে থাকে।
শ্রী নেগি আগামীকাল ও পরশু কার্গিল এবং লে সফর করবেন। সফলকালে তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন।

CG/BD/AS


(Release ID: 1736598) Visitor Counter : 184


Read this release in: English