তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫২তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য ভারতীয় প্যানোরমা বিভাগে আমন্ত্রণ আহ্বান

Posted On: 18 JUL 2021 5:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ জুলাই, ২০২১

৫২তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য ভারতীয় প্যানোরমা বিভাগে আমন্ত্রণ আহ্বান করা হয়েছে। ভারতীয় প্যানোরমা এই চলচ্চিত্র উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই বিভাগে সমসাময়িক সেরা ভারতীয় সিনেমাগুলিকে দেখানো হয়। উল্লেখ করা যেতে পারে, এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় আয়োজিত হবে।
ভারতীয় প্যানোরমা বিভাগে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ আগস্ট। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার হার্ড কপি বা নথিপত্র পাঠানোর শেষ তারিখ ২৩ আগস্ট। ভারতীয় প্যানোরমা বিভাগে অংশগ্রহণের জন্য ছবি পাঠানোর ক্ষেত্রে বেশকিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে। এবারে প্যানোরমা বিভাগে সেই সমস্ত সিনেমাগুলিকে গণ্য করা হবে, যেগুলি গত ১২ মাসে সিবিএফসি-র কাছ থেকে শংসাপত্র বা প্রযোজনা সম্পূর্ণ হয়েছে এমন সার্টিফিকেট পেয়েছে। প্যানোরমা বিভাগে অংশগ্রহণকারী সমস্ত সিনেমার সাবটাইটেল থাকতে হবে।
ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে ১৯৭৮ সালে ভারতীয় প্যানোরমা বিভাগের সূচনা হয়। ভারতীয় সিনেমা ও তার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে সিনেমা প্রেমীদের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে প্যানোরমা বিভাগের সূচনা হয়েছিল। সূচনার সময় থেকেই প্যানোরমা বিভাগে সেরা ভারতীয় সিনেমাগুলিকে চলচ্চিত্র প্রেমীদের কাছে তুলে ধরা হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিরেক্টরেট অফ ফ্লিম ফেস্টিভেলস ভারতীয় প্যানোরমা বিভাগের আয়োজন করে থাকে। এই বিভাগে কাহিনী ও অকাহিনী উভয় শ্রেণীর সেরা চলচ্চিত্রগুলিকে দেখানো হয়।

CG/BD/AS



(Release ID: 1736596) Visitor Counter : 236


Read this release in: English