প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী মুম্বাই-এ দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন
পিএমএনআরএফ থেকে এককালীন সাহায্য ঘোষণা
प्रविष्टि तिथि:
18 JUL 2021 5:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ই জুলাই, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের চেম্বুর ও ভিখরৌলিতে দেওয়াল চাপা পড়ে প্রাণহানির খবরে দুঃখপ্রকাশ করেছেন। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০হাজার টাকা অর্থ সাহায্যর কথা তিনি ঘোষণা করেন।
একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মুম্বাইয়ের চেম্বুর আর ভিখরৌলিতে দেওয়াল চাপা পড়ে প্রাণহানির খবরে আমি মর্মাহত। দুঃখের এই সময়ে শোকাহত পরিবারগুলিকের সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করিঃ PM @narendramodi”
“মুম্বাইয়ে দেওয়াল চাপা পড়ে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০হাজার টাকা পিএমএনআরএফ থেকে দেওয়া হবে।“
CG/CB
(रिलीज़ आईडी: 1736592)
आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English