মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও আদিবাসী বিষয়ক মন্ত্রী যৌথ ভাবে স্কুল ইনোভেশন অ্যাম্বাসেডর ট্রেনিং প্রোগ্রামের সূচনা করেছেন

Posted On: 16 JUL 2021 6:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জুলাই, ২০২১

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা যৌথ ভাবে আজ ৫০ হাজার বিদ্যালয় শিক্ষাক-শিক্ষিকাদের জন্য স্কুল ইনোভেশন অ্যাম্বাসেডর ট্রেনিং প্রোগ্রামের সূচনা করেছেন। এই উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী, শ্রী রাজকুমার রঞ্জন সিং ও ডাঃ সুভাষ সরকার সহ দুই মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
অভিনব এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা উপলক্ষে শ্রী প্রধান বলেন, আমাদের জীবনে শিক্ষাক-শিক্ষিকাদের প্রভাব সর্বাধিক। এই লক্ষ্যে আমরা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উপযোগী করে তুলতে শিক্ষাক-শিক্ষিকাদের পরিবর্তনের দূত ও প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে চাইছি। শ্রী প্রধান জোর দিয়ে বলেন, প্রযুক্তি সারা বিশ্বকে নতুন রূপ দিচ্ছে এবং আমাদের পড়ুয়াদের মধ্যে কেবল দেশীয় সমস্যাগুলি নয়, বরং আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলির সমাধানে বিপুল সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রকের ইনোভেশন সেল, আদিবাসী বিষয়ক মন্ত্রক, সিবিএসই এবং এআইসিটিই-র পক্ষ থেকে আজ শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর উদ্ভাবনমূলক সৃজনশীলতার প্রতিপালনে এবং পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনমূলক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রকৃত পক্ষে এই কর্মসূচি এক নতুন ও প্রাণবন্ত ভারতের ভিত্তি স্থাপন করবে বলেও শ্রী প্রধান অভিমত প্রকাশ করেন।
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী মুন্ডা বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি বিদ্যালয় পড়ুয়াদের সৃজনশীলতার মানসিকতা গড়ে তুলতে নতুন প্রেরণা যোগাবে, যাতে তারা অভিনব ধ্যান-ধারণার মাধ্যমে সমগ্র বিশ্বকে নতুন কিছুর সন্ধান দিতে পারে। তিনি আরও জানান, আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় এমন একটি উচ্চাকাঙ্খী পরিকল্পনা যার মাধ্যমে আগামী তিন বছরে দেশে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ৭৪০টি এধরণের আবাসিক বিদ্যালয় গড়ে তোলা হবে। স্কুল ইনোভেশন অ্যাম্বাসেডর ট্রেনিং প্রোগ্রাম থেকে আদিবাসী শ্রেণীর ছাত্র-ছাত্রীরাও লাভবান হবে বলে উল্লেখ করে শ্রী মুন্ডা শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধির জন্য অভিনব এই কর্মসূচি চালু করার জন্য শিক্ষা মন্ত্রকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক নতুন ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নকে সাকার করতে এই কর্মসূচি সুদূরপ্রসারি ভূমিকা নেবে বলেও শ্রী মুন্ডা অভিমত প্রকাশ করেন।
এই উপলক্ষে আদিবাসী বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী অনীল কুমার ঝাঁ বলেন, নতুন শিক্ষা নীতির অন্যতম একটি অগ্রাধিকারের বিষয় হল উদ্ভাবনমূলক কাজকর্মে উৎসাহ দান। শিক্ষক-শিক্ষিকাদের নতুন নতুন শিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করতে হবে। এই লক্ষ্যে প্রথমেই তাদের পাঠ্যপুস্তক অনুযায়ী গতানুগতিক শিক্ষণ ব্যবস্থার পরিবর্তে দিশা নির্দেশকের ভূমিকা নিতে হবে। শ্রী ঝাঁ আরও জানান, মন্ত্রকের পক্ষ থেকে আদি-পরীক্ষা পোর্টাল চালু করা হয়েছে। যেখান থেকে প্রশিক্ষণ সম্পর্কেও বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। স্কুল ইনোভেশন অ্যাম্বাসেডর ট্রেনিং পদ্ধতির সঙ্গে যদি এই পোর্টালের সংযুক্তিকরণ ঘটানো যায় তাহলে প্রকৃত পক্ষে ছাত্র-ছাত্রীরাই লাভবান হবে। অনলাইন পদ্ধতিতেও প্রশিক্ষণ দেওয়া হবে বলে মন্ত্রকের সচিব জানান।

CG/BD/AS



(Release ID: 1736228) Visitor Counter : 573


Read this release in: English