পর্যটনমন্ত্রক
প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের বারাণসীতে প্রসাদ কর্মসূচিতে একাধিক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন
Posted On:
16 JUL 2021 3:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসীতে প্রসাদ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে পর্যটক সহায়তা কেন্দ্র সহ অস্সি ঘাট থেকে রাজ ঘাট পর্যন্ত ক্রুজ বোট পরিষেবার উদ্বোধন করেছেন। এই উপলক্ষে উত্তর প্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল মিশন অন পিলগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচ্যুয়াল, হ্যারিটেজ অগমেন্টেশন ড্রাইভ (আদ্যাক্ষর মিলিয়ে প্রসাদ) একটি কেন্দ্রীয় তহবিল সহায়তাপুষ্ট কর্মসূচি। ২০১৪-১৫ সালে পর্যটন মন্ত্রকের এই কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির উদ্দেশ্য হল, ঐতিহ্যবাহী ও পুণ্যস্থানগুলির মানোন্নয়ন তথা সেগুলি চিহ্নিতকরণ। কর্মসূচির আওতায় ঐতিহ্যবাহী এবং পুণ্যস্থানগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হয়। প্রসাদ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বারাণসীর প্রকল্পটি ২০১৮-র ফেব্রুয়ারি মাসে অনুমোদন করা হয়। এই কর্মসূচি রূপায়ণ খাতে খরচ ধরা হয় ৪৪ কোটি ৬৯ লক্ষ টাকা। অন্যদিকে, বারাণসীতে ক্রুজ বোট বা বিলাশবহুল জলবিহার প্রকল্পটি রূপায়ণে খরচ ধরা হয় ১০ কোটি ৭২ লক্ষ টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্প দুটির কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী প্রকল্প দুটি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা গড়ে তোলার জন্য তহবিলের সর্বাধিক সদ্ব্যবহারে প্রধানমন্ত্রী শ্রী মোদী রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।
CG/BD/AS
(Release ID: 1736158)
Visitor Counter : 272