স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড -১৯ টিকাকরণ বিষয়ে সর্বশেষ তথ্য

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৪১ কোটি ১০ লক্ষের বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এবং বেসরকারি হাসপাতাল গুলির কাছে ২.৫১ কোটির বেশি অব্যবহৃত টিকার ডোজ রয়েছে

Posted On: 16 JUL 2021 3:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জুলাই, ২০২১

কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় ২১শে জুন থেকে শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরো বেশি পরিমাণে টিকা সরবরাহ করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে যাতে সরবরাহ শৃঙ্খল বজায় থাকে।
বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা আগের মতোই রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।
কেন্দ্র এ পর্যন্ত ৪১ কোটি ১০ লক্ষ (৪১,১০,৩৮,৫৩০) টিকার ডোজ বিনামূল্যে ও সরাসরি সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। শীঘ্রই রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে আরও ৫২ লক্ষ ৯০ হাজার ৬৪০ টি ডোজ সরবরাহ করা হবে ।
এর মধ্যে ৩৮ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৯৫৮ টি ডোজ সুবিধাভোগীদের দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তবে, টিকাকরণের সময় কিছু ডোজ অপচয়ও হয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ২,৫১,৬২,৫৭২ টি টিকার ডোজ রয়েছে।

CG/SB

 



(Release ID: 1736154) Visitor Counter : 167


Read this release in: English