মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক

সরকার ২০২১-২২ অর্থবর্ষ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য পশুপালন এবং দুগ্ধ শিল্পের বিভিন্ন উপাদান সংশোধন ও বাস্তবায়নের মাধ্যমে প্রাণী সম্পদ খাতে একটি বিশেষ প্যাকেজের অনুমোদন দিয়েছে

प्रविष्टि तिथि: 15 JUL 2021 1:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২১

প্রাণিসম্পদ খাতে বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং পশুপালন খাতে নিযুক্ত ১০ কোটি কৃষকের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের জন্য সরকার  একটি বিশেষ প্যাকেজের অনুমোদন দিয়েছে। এই প্যাকেজ ২০২১-২২ অর্থবছর থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। পাঁচ বছর মেয়াদী এই প্যাকেজে মোট ৯ হাজার ৮০০ কোটি টাকার বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকার সহায়তা প্রদান করবে। এই প্যাকেজের মোট পরিমাণ হচ্ছে ৫৪ হাজার ৬১৮ কোটি টাকা। সমস্ত প্রকল্প গুলি তিনটি বিস্তৃত বিভাগে একীভূত করা হবে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় গোকুল মিশন, দুগ্ধ উন্নয়নের জাতীয় কর্মসূচি, জাতীয় প্রাণী সম্পদ মিশন ও প্রাণিসম্পদ আদমশুমারি ও ইন্টিগ্রেটেড নমুনা সমীক্ষা। দুগ্ধ বিকাশের জন্য স্বীকৃত জাতীয় প্রোগ্রামের দুটি উপাদান থাকবে। এজন্য দুগ্ধজাত করণ, প্রক্রিয়াকরণ, বিপণন ও দুধ ও দুগ্ধজাত পণ্যের গুণগত মানের ওপর জোর দিয়ে জাতীয় দুগ্ধ বিকাশের কার্যক্রম প্রয়োগ করা হবে। এই প্রকল্পটি প্রায় ৮৯০০ বাল্ক মিল্ক কুলার স্থাপনের লক্ষ্যে করা হয়েছে। যা দেশের ২৬,৭০০ গ্রামকে অন্তর্ভুক্ত করবে। এর ফলে ৮ লক্ষেরও বেশি দুধ উৎপাদক সংস্থা উপকৃত হবে।

CG/ SB

 


(रिलीज़ आईडी: 1736105) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English