রেলমন্ত্রক

প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে একাধিক রেল প্রকল্পের সূচনা করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন

प्रविष्टि तिथि: 15 JUL 2021 1:08PM by PIB Kolkata

মুম্বাই ও গান্ধীনগর, ১৫ জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল শুক্রবার ভার্চুয়াল মোডে গুজরাটে একাধিক রেল প্রকল্পের সূচনা করবেন। এইসব প্রকল্প তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
রেল প্রকল্প গুলির মধ্যে রয়েছে সদ্য পুনর্সংস্কার মূলক গান্ধীনগর স্টেশন, গেজ পরিবর্তন ও বৈদ্যুতিকরণ প্রভৃতি। প্রধানমন্ত্রী ওইদিন গান্ধীনগর ক্যাপিটাল থেকে বারানসি পর্যন্ত সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস এবং গান্ধীনগর ক্যাপিটাল থেকে ভারেথা পর্যন্ত মেমু ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন।

CG/ SB

 


(रिलीज़ आईडी: 1736104) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English