সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
আই এ এইচ ই, উৎকর্ষ কেন্দ্র হিসেবে সেন্টার ফর এডভান্স ট্রান্সপোর্টেশন টেকনোলজি অ্যান্ড সিস্টেমস-স্থাপন করতে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে
Posted On:
15 JUL 2021 10:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২১
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীন ইন্ডিয়ান একাডেমি অফ হাইওয়ে ইঞ্জিনিয়ার্স, আই এ এইচ ই, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর সঙ্গে উন্নত পরিবহন প্রযুক্তির জন্য অ্যাডভান্সড ট্রান্সপোর্টেশন টেকনলজি এন্ড সিস্টেমস স্থাপন করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী নীতিন গড়কড়ি এবং প্রতিমন্ত্রী ডক্টর ভি কে সিং এর উপস্থিতিতে আজ ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি সম্পাদিত হয়। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের পক্ষে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়ান জ্যাকবস উপস্থিত ছিলেন।
শ্রী গড়কড়ি বলেন, এই ধরনের প্রকল্প দেশে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে উন্নয়ন ঘটাবে।
CG/ SB
(Release ID: 1736014)
Visitor Counter : 203