ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
এমএসএমই মন্ত্রী শ্রী নারায়ণ রানে খাদির দুটি উৎপাদিত পণ্য শিশুদের পোশাক ও হাতে নির্মিত পেপার স্লিপার্স- এর উদ্বোধন করেছেন
Posted On:
15 JUL 2021 9:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ জুলাই,২০২১
কেন্দ্রীয় ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শ্রী নারায়ণ রানে আজ খাদির দুটি সামগ্রীর উদ্বোধন করেছেন। এর একটি হচ্ছে সুতি নির্মিত শিশুদের পোশাক এবং অন্যটি হচ্ছে হাতে তৈরি পেপার স্লিপার্স। নতুন দিল্লির খাদি ইন্ডিয়ার ফ্ল্যাগশিপ শোরুমে এই অনুষ্ঠানটি হয়। মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা এবং খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উভয় মন্ত্রী খাদি উৎপাদিত পণ্যের প্রশংসা করেন।
খাদি উৎপাদিত শিশুদের পোশাকের মূল্য ধরা হয়েছে ৫৯৯ টাকা। অন্যদিকে, হাতে তৈরি পেপার স্লিপার- এর মূল্য ৫০ টাকা। অনলাইন পোর্টালের মাধ্যমে এই দুটি দ্রব্য ক্রয় করা যাবে।
কেন্দ্রীয় মন্ত্রী তার ভাষণে খাদি উৎপাদিত পণ্যের বিপণন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এর ফলে আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
CG/ SB
(Release ID: 1736010)
Visitor Counter : 243