তথ্যওসম্প্রচারমন্ত্রক
রেডিওর সরাসরি সম্প্রচার নিউজ অন এআইআর- এ জনপ্রিয়তায় উঠে এসেছে হায়দ্রাবাদ এবং অল ইন্ডিয়া রেডিও কোদাইকানাল
Posted On:
15 JUL 2021 5:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২১
ভারতের শীর্ষস্থানীয় শহরগুলি যেখানে অল ইন্ডিয়া রেডিওর সরাসরি সম্প্রচার মূলক নিউজ অন এআইআর- অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছে পুনা। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। আগে তৃতীয় স্থানে থাকা চেন্নাইকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে হায়দ্রাবাদ। জয়পুর এবং ভোপাল রয়েছে যথাক্রমে অষ্টম এবং নবম স্থানে।
দেশে অল ইন্ডিয়া রেডিওর সরাসরি সম্প্রচার মূলক অ্যাপ নিউজ অন এআইআর একটি বিশেষ স্থান অর্জন করেছে। অল ইন্ডিয়া রেডিও কোদাইকানাল দশ নম্বর স্থান থেকে অষ্টম স্থানে স্থানে উঠে এসেছে। রেইনবো কানাডা কামানবিলু চতুর্থ স্থান এবং অল ইন্ডিয়া রেডিও পুনা পঞ্চম স্থান দখল করেছে। অল ইন্ডিয়া রেডিওর সরাসরি সম্প্রচার মূলক অ্যাপ নিউজ অন এআইআর অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের ৮৫ টি দেশ এবং ৮ হাজার শহরে এর পরিধি বিস্তৃত। অল ইন্ডিয়া রেডিওর ২৪০ টিরও বেশি পরিষেবার মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা রয়েছে।
গত ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভারতের যে দশটি শহরে নিউজ অন এআইআর অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে সেই শহরগুলি হচ্ছে-
১) পুনা
২) বেঙ্গালুরু
৩) হায়দ্রাবাদ
৪) চেন্নাই
৫) মুম্বাই
৬) দিল্লি
৭) এরনাকুলাম
৮) জয়পুর
৯) ভোপাল
১০) পাটনা
CG/ SB
(Release ID: 1735913)
Visitor Counter : 240