কেন্দ্রীয়মন্ত্রিসভা
মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ বৃদ্ধিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়
Posted On:
14 JUL 2021 8:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪জুলাই, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী'র পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। এর ফলে মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ ১১ শতাংশ বৃদ্ধি পেল। চলতি বছরের পয়লা জুলাই থেকে মূল মাইনে/পেনশনের ওপর এটি কার্যকর হবে।
করোনা অতিমারী আবহে গত বছরের পয়লা জানুয়ারি, পয়লা জুলাই এবং এ বছরের পয়লা জানুয়ারি- প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয় নি।
তাই এখন সরকার ,কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।তবে গত বছরের পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যে মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ বকেয়া ছিল, তা এই বদ্ধৃত ১১ শতাংশের মধ্যে আনুপাতিক হারে বাড়ানো হয়েছে।
CG/SS
(Release ID: 1735650)
Visitor Counter : 1072