কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে বিভিন্ন বিভাগের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংবিধানের ৩৪০ ধারা অনুসারে যে কমিশন গঠিত হয়েছিল তার সময়সীমা বৃদ্ধির প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 14 JUL 2021 8:08PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৪ জুলাই, ২০২১

   
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে বিভিন্ন বিভাগের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংবিধানের ৩৪০ ধারা অনুসারে যে কমিশন গঠিত হয়েছিল তার সময়সীমা বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই কমিশনের সময়সীমা ১১বার বৃদ্ধি করা হল। এর ফলে ৩১ জুলাইয়ের পরিবর্তে কমিশনের কার্যকাল শেষ হবে আগামী বছর ৩১ জানুয়ারি।
সুবিধা :
কমিশনের সময়সীমা বৃদ্ধির প্রস্তাবের ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনার পর কমিশন অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে আলাদা আলাদা বিভাগ তৈরি বিষয়ে একটি সর্বাঙ্গীন প্রতিবেদন তৈরি করতে পারবে।
বাস্তবায়নের সময়সূচি :
রাষ্ট্রপতির থেকে অনুমোদন পাওয়ার পরই কমিশনের সময়সীমা ৩১ জুলাই থেকে ৬ মাস বৃদ্ধি পেয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করার বিষয়টির বিজ্ঞপ্তি জারি হবে।

CG/CB/NS



(Release ID: 1735608) Visitor Counter : 197


Read this release in: English