মানবসম্পদবিকাশমন্ত্রক
কঠোরভাবে কোভিড-১৯ বিধি অনুসরণ করে আগামী ১২ সেপ্টেম্বর এনইইটি (ইউজি) ২০২১ অনুষ্ঠিত হবে
Posted On:
12 JUL 2021 9:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২১
কঠোরভাবে কোভিড-১৯ বিধি অনুসরণ করে আগামী ১২ সেপ্টেম্বর এনইইটি (ইউজি) ২০২১ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (এনইটি) ওয়েবসাইটগুলির মাধ্যমে আগামীকাল বিকেল ৫টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, এর আগে পয়লা আগস্ট এই পরীক্ষার দিন নির্ধারিত করা হয়েছিল।
সামাজিক দূরত্ব বিধি সুনিশ্চিত করার জন্য পরীক্ষা নেওয়া হবে এমন শহরের সংখ্যা ১৫৫ থেকে বাড়িয়ে ১৯৮ করা হয়েছে। গত বছর ৩ হাজার ৮৬২টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এবছর সেই সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। কোভিড-১৯ বিধি অনুসরণ করে সমস্ত কেন্দ্রে প্রার্থীদের ফেসমাস্ক প্রদান করা হবে। প্রার্থীদের প্রবেশ ও প্রস্থানকালে ভীড় এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংস্পর্শহীন নিবন্ধীকরণ, যথাযথ স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রার্থীদের বসার ব্যবস্থাও সুনিশ্চিত করা হবে। এমন কি পরীক্ষার আগে ও পরে প্রার্থীদের বসার জায়গাগুলি স্যানিটাইজ করা হবে। পরীক্ষার কক্ষ বা হল ঘরগুলিতে যথাযথ বাতাস চলাচলের জন্য জানলা উন্মুক্ত থাকবে এবং পাখার ব্যবস্থা করা হবে।
CG/SS/SKD
(Release ID: 1734929)
Visitor Counter : 206