আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

সি পি ডব্লিউ ডি' র ১৬৭-তম বার্ষিক দিবস উদযাপন

Posted On: 12 JUL 2021 9:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২১

কেন্দ্রীয় পূর্ত বিভাগ, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, আজ তাদের গৌরবজনক পরিষেবার ১৬৭ বছর উদযাপন করেছে। করোনা জনিত পরিস্থিতিতে এবার অনাড়ম্বরভাবে ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর। মন্ত্রকের সচিব শ্রী দুর্গা শংকর মিশ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চারটি প্রযুক্তি বিষয়ক প্রকাশনা, সি পি ডব্লিউ ডি ফ্লোরাল টেবিলক্স, ট্রেজার কালেকশন, ই আর পি- ই মডিউলস এবং নির্মাণ ভারত এই প্রকাশ করা হয়। এছাড়া সি পি ডব্লিউ ডি টেলিফোন ডাইরেক্টরি-২০২১ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এই সংস্থার কার্যকলাপ সম্পর্কিত একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
জনস্বার্থে কাজ সম্পাদনের জন্য কেন্দ্রীয় সংস্থা হিসেবে ১৮৫৪ সালে সি পি ডব্লিউ ডি'র প্রতিষ্ঠিত হয়েছিল।
আজকের অনুষ্ঠানে কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন আধিকারিককে পুরস্কৃত করা হয়েছে।

CG/ SB

 



(Release ID: 1734924) Visitor Counter : 155


Read this release in: English