কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
শ্রী রাও ইন্দ্রজিৎ সিং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন
प्रविष्टि तिथि:
12 JUL 2021 5:27PM by PIB Kolkata
নতুন দিল্লি,১২ জুলাই, ২০২১
শ্রী রাও ইন্দ্রজিৎ সিং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে আজ দায়িত্ব নিয়েছেন। এই মন্ত্রকের দায়িত্ব নেওয়ার আগে শ্রী সিং পরিসংখ্যান ও কর্মসূচী বিষয়ক মন্ত্রক এবং পরিকল্পনা মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।
শ্রী সিং ১৭-তম লোকসভায় হরিয়ানার গুরগাঁও কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছেন। সাংসদ হিসাবে তিনি পাঁচবার নির্বাচিত হয়েছেন। গত চার দশক ধরে তিনি জনপরিষেবা দিয়ে চলেছেন। এর আগে তিনি হরিয়ানা বিধানসভায় জাটুসানা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এমনকি হরিয়ানা সরকারের মন্ত্রী ছিলেন।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে স্নাতক ডিগ্রী অর্জন করেন। আইনজীবী হলেও পেশায় তিনি একজন কৃষিবিদ। ৭১ বছর বয়সী শ্রী শিং একজন রাজনীতিবিদ এবং সমাজ সেবক। শ্রী সিং রাও তুলা রামের বংশধর। যিনি ১৮৫৭-র ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1734817)
आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English