প্রধানমন্ত্রীরদপ্তর

জনসাধারণের পদ্ম সম্মানের জন্য অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বদের মনোনীত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

Posted On: 11 JUL 2021 2:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ই জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী , যারা তৃণমূল স্তরে ব্যতিক্রমী কাজ করেন, অথচ প্রচারের আলোয় আসেন নি, এ ধরণের মানুষের নাম পদ্ম সম্মানের জন্য মনোনীত করতে সকলের উদ্দেশে আহ্বান জানিয়েছেন। ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই মনোনয়ন জমা দেওয়া যাবে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ ভারতে অনেক প্রতিভাবান মানুষ আছেন, যারা তৃণমূল স্তরে ব্যতিক্রমী কাজ করেন, অথচ আমরা তাঁদের কথা জানিও না । আপনি কি এ ধরণের অনুপ্রেরণাদায়ক কাউকে চেনেন? তাহলে আপনি #PeoplesPadmaর জন্য তাঁর নাম মনোনীত করতে পারেন। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই মনোনয়ন জমা দেওয়া যাবে।“

CG/CB


(Release ID: 1734574) Visitor Counter : 167


Read this release in: English