স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৩৭.২১ কোটি ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৭৬৬
ভারতে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩, যা মোট আক্রান্তের ১.৪৮ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার (২.১৯ শতাংশ) এক মাসের বেশি সময় ধরে ৫ শতাংশের নীচে
Posted On:
10 JUL 2021 3:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জুলাই, ২০২১
দেশে গতকাল পর্যন্ত টিকাকরণের সংখ্যা ৩৭ কোটি ছাড়িয়েছে। এদিকে আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, ৩৭ কোটি ২১ লক্ষ ৯৬ হাজার ২৬৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ২৪ ঘণ্টায় ৩০ লক্ষ ৫৫ হাজার ৮০২টি টিকাকরণ হয়েছে।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের মধ্যে :
স্বাস্থ্য কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,০২,৪৪,৪৫৯; দ্বিতীয় ডোজ – ৭৩,৮৪,৪৩৯
করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,৭৬,৫১,১৫৯; দ্বিতীয় ডোজ – ৯৮,৪২,১৩৮
১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১১,০০,১৫,৯৫৪; দ্বিতীয় ডোজ – ৩৫,১৫,৪৯০
৪৫-৫৯ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ৯,২৯,২৯,৯৮২; দ্বিতীয় ডোজ – ২,২৭,৯৬,২১৮
ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ৬,৯৯,০১,১৮৮; দ্বিতীয় ডোজ – ২,৭৯,১৫,২৪১।
উল্লেখ করা যেতে পারে, সারা দেশে গত ২১ জুন থেকে সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায়ের সূচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণে গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। এর ফলে, লাগাতার ১৩ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারেরও নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ধারাবাহিক ও সমন্বয়মূলক প্রয়াসের ফলেই এই সাফল্য পাওয়া গেছে।
দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৩৩, যা মোট আক্রান্তের কেবল ১.৪৮ শতাংশ।
মহামারীর শুরুর সময় থেকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন করোনামুক্ত হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৪৫ হাজার ২৫৪ জন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.২০ শতাংশ। সুস্থতার হার দেশে লাগাতার বাড়ছে।
দেশে নমুনা পরীক্ষার ক্ষমতা ও পরিকাঠামো অগ্রগতির ফলে গত ২৪ ঘণ্টায় মোট ১৯ লক্ষ ৫৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সারা দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪২ কোটি ৯০ লক্ষ ৪১ হাজার ৯৭০টি ছাড়িয়েছে।
সারা দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়ে চলেছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ক্রমাগত হ্রাস পাচ্ছে বলে লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.৩৪ শতাংশ। অন্যদিকে, আজ দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.১৯ শতাংশ। উল্লেখযোগ্য বিষয় হ’ল দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার ১৯ দিন ৩ শতাংশের নীচে রয়েছে। একইভাবে, আক্রান্তের হারও গত ৩৩ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।
CG/BD/SB
(Release ID: 1734407)
Visitor Counter : 174