বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ভারতে প্রস্তাবিত উদ্ভাবনমূলক সহযোগিতার পরিকল্পনাটি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি মেনে নিয়েছে

Posted On: 09 JUL 2021 10:09PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯ জুলাই, ২০২১

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত স্টিয়ারিং কমিটির দ্বাদশ বৈঠকে উদ্ভাবন সংক্রান্ত সহযোগিতামূলক যে প্রস্তাব ভারত দিয়েছে সবকটি সদস্য দেশ তাতে একমত হয়েছে। ভারত প্রস্তাব দিয়েছে যে উদ্ভাবন সংক্রান্ত ব্যবস্থাপনা এবং উদ্ভাবন ও শিল্পোদ্যোগীদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার অভিজ্ঞতা ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি একে অন্যের সঙ্গে ভাগ করে নেবে।
এই পরিকল্পনাটি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সায়েন্সেস, টেকনোলজি ইনোভেশন এন্টারপ্রেনারশিপ পার্টনারশিপ (এসটিআইইপি) ওয়ার্কিং গ্রুপ আলোচনা করবে। ব্রিকস এসটিআইইপি ওয়ার্কিং গ্রুপ নিজ নিজ দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত ব্যবস্থাপনায় এ সংক্রান্ত প্রস্তাব পাঠাবে। ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ৮ জুলাই ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত স্টিয়ারিং কমিটির দ্বাদশ বৈঠক আয়োজন করেছিল। বৈঠকে সদস্য রাষ্ট্রগুলির বিজ্ঞান মন্ত্রক এবং বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে। আলোচনায় ১০টি বিষয়ের ওপর একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলি হলঃ- ক্ষণস্থায়ী মহাজাগতিক ঘটনাবলী ও বিস্তারিত সমীক্ষা সংক্রান্ত বিজ্ঞান, মাইক্রোব প্রতিরোধী ব্যবস্থাপনা কার্যকর না হওয়া, চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার প্রযুক্তি, জনস্বাস্থ্য ও উন্নত ওষুধের জন্য বিগ ডেটার মাধ্যমে মূল্যায়ণ, স্থিতিশীল উন্নয়নের জন্য এইচপিসি ও বিগ ডেটার প্রয়োগ, বাস্ততন্ত্র পরিবেশ ও দূষণ সংক্রান্ত সমস্যার জন্য গৃহিত উদ্যোগ, পদার্থ বিদ্যার ফোটন সংক্রান্ত কার্যাবলীর উদ্ভাবন এবং শিল্পোদ্যোগে তার প্রয়োগ, বায়ো মেডিসিন, কৃষি, খাদ্য এবং শক্তি সঞ্চয়ের জন্য বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা, মেটিরিয়াল সায়েন্স ও ন্যানো টেকনোলজির মাধ্যমে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, কৃষি, খাদ্য, জ্বালানী, পুনর্নবীকরণযোগ্য জ্বালানীর বিভিন্ন সমস্যার সমাধান, মহাকাশে জল শোধনের প্রযুক্তির জন্য মহাসাগর ও মেরু অঞ্চলের ওপর বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা। বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের পরামর্শক্রমে এই বিষয়গুলি নির্ধারিত হয়েছে।
এছাড়াও ব্রিকস তরুণ বিজ্ঞানী কনক্লেভের ষষ্ঠ সংস্করণে ভারত যেসব বিষয় নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছে সদস্য রাষ্ট্রগুলি সেই বিষয়টিতেও সহমত হয়েছে। এই কনক্লেভ ব্যাঙ্গালোরে ১৩-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে সেগুলি হল- স্বাস্থ্য পরিষেবা, শক্তি, সাইবার ফিজিকাল সিস্টেম ও তার প্রয়োগ।
ভারতের প্রযুক্তি সংক্রান্ত সম্মেলনে ব্রিকস গোষ্ঠীর অংশীদারিত্বের যে প্রস্তাব দেওয়া হয়েছে সদস্য রাষ্ট্রগুলি তাতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আলোচনায় স্থির হয়েছে ভারতের প্রস্তাবগুলি বিদেশ মন্ত্রক ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির পররাষ্ট্র দপ্তরে বিবেচনার জন্য পাঠাবে। এছাড়াও এ বিষয়ে সবরকম পরামর্শের জন্য প্রস্তাবগুলি ব্রিকস শেরপা অফিসে পাঠানো হবে। এই বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতার উপদেষ্টা শ্রী সঞ্জীব কুমার বারশনয় ভারতীয় দলের সমন্বয়কের কাজ করেছেন।

CG/CB/NS



(Release ID: 1734352) Visitor Counter : 223


Read this release in: English