অর্থমন্ত্রক
প্রথম ভারত-ব্রিটেন আর্থিক বাজার বিষয়ক মত বিনিময়ের যৌথ বিবৃতি
प्रविष्टि तिथि:
09 JUL 2021 10:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ জুলাই, ২০২১
ভারত এবং ব্রিটেন যৌথভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম “ভারত-ব্রিটেন আর্থিক বাজার বিষয়ক মত বিনিময়”-এর ওপর এক ভার্চুয়াল বার্তালাপের আয়োজন করে। আর্থিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে তোলার জন্য ২০২০ সালের অক্টোবরে দশম অর্থনৈতিক ও আর্থিক সংলাপ (ইএফডি)-তে এই মত বিনিময়ের বিষয়টি তুলে ধরা হয়।সম্প্রতি দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ২০৩০ সালের মধ্যে উভয় দেশের আর্থিক সহযোগিতার বৃদ্ধির বিষয়ে একটি পথ নির্দেশিকা তৈরি করার ওপর আলোচনা হয়। ভারত এবং ব্রিটেনের মধ্যে আর্থিক পরিষেবা ক্ষেত্রকে জোরদার করে তোলার একাধিক সুযোগ সুবিধা রয়েছে।
এদিনের এই মত বিনিময়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, এসইবিআই – সেবি, দেশের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন সংস্থা সহ অর্থ মন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। এই মত বিনিময়ে মূলত – ভারতের জনকল্যাণমূলক আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে গুজরাট আন্তর্জাতিক আর্থিক টেক -শহর, ব্যাঙ্কিং এবং নগদ প্রদান, বিমা, মূলধনী বাজার – এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে আলোচনা চালানো হয়। বৈঠকে ভারত এবং ব্রিটেনের প্রতিনিধিরা “ গুজরাট আন্তর্জাতিক আর্থিক টেক - শহর”-এ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব বিষয় নিয়ে আলোচনা করেন । এমনকি ব্যাঙ্কিং ক্ষেত্রের সাইবার সুরক্ষার বিষয় নিয়েও আলোকপাত করা হয়। উভয় দেশের প্রতিনিধি কোভিড-১৯ অতিমারী পরিস্থিতিতে ব্যাঙ্কিং ক্ষেত্র যেভাবে কাজ করেছে তার জন্য উচ্ছ্বসিত প্রশংসা ব্যক্ত করেন। ভারত এবং ব্রিটেনের আর্থিক অংশীদারিত্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বৃদ্ধি পেয়েছে বলেও এদিনের আলোচনায় উপস্থিত প্রতিনিধিরা মত ব্যক্ত করেন। ভারতীয় প্রতিনিধিরা দেশে ক্রমবর্ধমান বাজার বৃদ্ধি, পরিকাঠামোগত উন্নয়ন, সুস্থায়ী জ্বালানির চাহিদা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে একাধিক বক্তব্য তুলে ধরেন।
CG/SS/SKD
(रिलीज़ आईडी: 1734350)
आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English