স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে এ পর্যন্ত ৩৬ কোটি ৮৯ লক্ষের বেশি টিকাকরণ করা হয়েছে

গত ২৪ ঘন্টায় ৪০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে
এ পর্যন্ত ১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে ১১ কোটি ১৮ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে

Posted On: 09 JUL 2021 5:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ জুলাই, ২০২১

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে আজ সামগ্রিকভাবে ৩৬ কোটি ৮৯ লক্ষ অতিক্রম করেছে। দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১।
আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ৩৬ কোটি ৮৯ লক্ষ ৯১ হাজার ২২২ জনকে টিকা প্রদান করা হয়েছে।
এ পর্যন্ত ১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে ১১ কোটি ১৮ লক্ষ ( ১১,১৮,৩২,৮০৩) টিকা দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৪০,২৩,১৭৩ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০২ লক্ষ ৪১ হাজার ৫৮৮ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৭৩ লক্ষ ৭১ হাজার ৬২৪ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৭৬ লক্ষ ৪০ হাজার ৯৫৬ জন কর্মী প্রথম ডোজ এবং ৯৮ লক্ষ ১২ হাজার ১৭০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ১০ কোটি ৮৪ লক্ষ ৫৩ হাজার ৫৯০ জন প্রথম ডোজ এবং ৩৩ লক্ষ ৭৯ হাজার ২১৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ৯ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ৫৪৯ জন প্রথম ডোজ এবং ২ কোটি ২১ লক্ষ ৭৭ হাজার ৪৫০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৬ কোটি ৯৭ লক্ষ ৫৫ হাজার  ২৩০ জন প্রথম ডোজ এবং ২ কোটি ৭৫ লক্ষ ৭১ হাজার ৮৫২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৭৬ লক্ষ ১৩ হাজার ২১২ জন স্বাস্থ্য কর্মীকে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা মোট ২ কোটি ৭৪ লক্ষ ৫৩ হাজার ১২৬ জন প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করেছেন। এছাড়া, ১৮-৪৪ বছর বয়সী মোট ১১ কোটি ১৮ লক্ষ ৩২ হাজার ৮০৩ জন টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। এরকম ভাবেই ৪৫ বছরের ঊর্ধ্বে ১১ কোটি ৪৭ লক্ষ ৬৪ হাজার ৯৯৯ জন প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। অন্যদিকে, ৬০ বছরের ঊর্ধ্বে মোট ৯ কোটি ৭৩ লক্ষ ২৭ হাজার  ০৮২ জন দুটি ডোজ নিয়েছেন।
গত ৮ জুলাই টিকাকরণ অভিযানের ১৭৪ তম দিনে মোট ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৩ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে, ২৭ লক্ষ ০১ হাজার ২০০ জন প্রথম ডোজ এবং ১৩ লক্ষ ২১ হাজার ৯৭৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।
আটটি রাজ্য যথাক্রমে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, বিহার, গুজরাট, কর্ণাটক এবং মহারাষ্ট্র ১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে ৫০ লক্ষ টিকার প্রথম ডোজ দিয়েছেন। পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে, ৪৭ লক্ষ ৭২ হাজার ২০৯ টি প্রথম ডোজ এবং ১ কোটি ৯১ লক্ষ ৩৬০ টি দ্বিতীয় ডোজ।
দেশের মোট ৩৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে মোট ১০ কোটি ৮৪ লক্ষ ৫৩ হাজার ৫৯০ টি প্রথম ডোজ এবং ৩৩ লক্ষ ৭৯ হাজার ২১৩ টি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

CG/ SB

 


(Release ID: 1734248) Visitor Counter : 201


Read this release in: English