স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে এ পর্যন্ত ৩৬ কোটি ৪৮ লক্ষ টিকাকরণ করা হয়েছে

দৈনিক নতুন করে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় হয়েছে ৪৫ হাজার ৮৯২
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪; মোট আক্রান্তের চেয়ে এই হার হয়েছে ১.৫০ শতাংশ
দৈনিক আক্রান্তের হার (২.৪২ শতাংশ) যা টানা এক মাস ধরে ৫ শতাংশের নিচে

Posted On: 08 JUL 2021 4:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ জুলাই, ২০২১

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে আজ ৩৬ কোটি ৪৮ হাজার অতিক্রম করেছে। দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১।
 আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৩,৮১,৬৭১ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০২ লক্ষ ৩৮ হাজার ৮৩১ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৭৩ লক্ষ ৫৭ হাজার ৩৮২ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৭৬ লক্ষ ২৯ হাজার ৩৩২ জন কর্মী প্রথম ডোজ এবং ৯৭ লক্ষ ৭৮ হাজার ৬৪৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ১০ কোটি ৬৩ লক্ষ ৬১ হাজার ৩১০ জন প্রথম ডোজ এবং ৩১ লক্ষ ৯৩ হাজার ৯১৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ৯ কোটি ২১ লক্ষ ০৪ হাজার ৮২৪ জন প্রথম ডোজ এবং ২ কোটি ১৪ লক্ষ ৪২ হাজার ৭৩৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৬ কোটি ৯৫ লক্ষ ৫৫ হাজার ৫৭৩ জন প্রথম ডোজ এবং ২ কোটি ৭১ লক্ষ ৮৪ হাজার ৯৯৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে সার্বজনীনভাবে টিকাদান কর্মসূচি গত ২১, জুন,২০২১ থেকে শুরু হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৫ হাজার ৮৯২। একটানা ১১ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতামূলক প্রয়াসের ফলেই এই সাফল্য মিলেছে।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। আজ এই সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। যা মোট আক্রান্তের কেবল ১.৫০ শতাংশ।
অতিমারির সূচনার সময় থেকে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন সুস্থ হয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ৪৪ হাজার ২৯১ জন। এর ফলে, সার্বিক সুস্থতার হার লাগাতার বেড়ে আজ দাঁড়িয়েছে ৯৭.১৮ শতাংশে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ৯৩ হাজার ৮০০ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৫২ লক্ষ ২৫ হাজার ৮৯৭। দেশে একদিকে নমুনা পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.৩৭ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার আজ হয়েছে ২.৪২ শতাংশ। এর ফলে, দৈনিক আক্রান্তের হার লাগাতার ১৭ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে। আবার একমাস যাবত তা ৫ শতাংশের নিচে রয়েছে।

CG/SB

 



(Release ID: 1733724) Visitor Counter : 157


Read this release in: English