স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করেছেন

प्रविष्टि तिथि: 07 JUL 2021 10:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ জুলাই, ২০২১

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির করোনা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেছেন। এই বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির করোনা পরিস্থিতি এবং সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা ও হার ছাড়াও টিকাকরণের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, দশ শতাংশের বেশি সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা রয়েছে এরকম দেশের ৭৩ টি জেলার মধ্যে ৪৬টি জেলাই উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলিতে রয়েছে। যেখানে নির্দেশিকা অনুযায়ী কঠোরভাবে বিধি নিষেধ আরোপ করার কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গত ২৯ জুন, ২০২১ জারি করা নির্দেশিকা অনুযায়ী, করোনা অধ্যুষিত অঞ্চল গুলিতে পাঁচটি পর্যায়ের কৌশল অবলম্বনের কথা বলা হয়েছে। এগুলি হচ্ছে, নমুনা পরীক্ষা, দিক ঠিক রাখা, চিকিৎসা পরিষেবা, টিকাকরণ এবং করোনা উপযুক্ত আচরণ।
পূর্বাঞ্চলের সব কটি রাজ্য এবং দেশের কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে কঠোরভাবে করোনা সম্পর্কিত বিধি নিষেধ মেনে চলার জন্য বৈঠকে আহ্বান জানানো হয়েছে।
আজকের এই বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি ছাড়াও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের সচিব এবং নীতি আয়োগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

CG/SB

 


(रिलीज़ आईडी: 1733519) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English