শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য মন্ত্রীদের বিশেষ সমাবর্তনে বক্তব্য রেখেছেন শ্রী পীযূষ গোয়েল

Posted On: 07 JUL 2021 9:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ জুলাই, ২০২১

কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প, ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুদৃঢ় উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং সমৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়িক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । বণিক সভা সিআইআই-এর সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য মন্ত্রীদের উদ্যোগে আয়োজিত আজ এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রকৃত বন্ধুদের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রেখে চলেছে। এর দীর্ঘ ইতিহাসও রয়েছে।
শ্রী গোয়েল বলেন, পারস্পরিক অংশিদারিত্বের মাধ্যমে সমৃদ্ধি সম্ভব ।তাই মহামারির জেরে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন বলেও মত প্রকাশ করেন তিনি । ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বিশ্বের নতুন অর্থনৈতিক কেন্দ্র হিসেবে তুলে ধরে শ্রী গোয়েল জানান, ২০১৫ সালেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এর গুরুত্ব উপলব্ধি করেন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে । শ্রী গোয়েল জানান, ভারতে প্রচুর পরিমাণে বিনিয়োগ ও উৎদনের সুযোগ-সুবিধা রয়েছে । ভারত স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, সরবরাহ শৃঙ্খল সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছে ।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের একাধিক বাণিজ্যিক চুক্তি কার্যকর হওয়ার ফলে পণ্য আমদানি- রপ্তানি ক্ষেত্রে শুল্কের পরিমাণ হ্রাস পেয়েছে । অতিমারি পরিস্থিতিতে দেশে লকডাউন থাকা সত্ত্বেও সরবরাহ শৃঙ্খলে কোন ব্যাঘাত ঘটেনি । স্বনির্ভর ভারত প্রসঙ্গে শ্রী গোয়েল জানান, এখন দেশ সর্বক্ষেত্রেই আত্মনির্ভরতার পথে হেঁটেছে । বাণিজ্যিক সুবিধার্থে দেশের এক জানলা ব্যবস্থাপনা চালু করা হয়েছে । সহজে ব্যবসা চালানোর ক্ষেত্রে সরকার একাধিক কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে । তিনি বলেন, কোভিড ১৯ সত্ত্বেও দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে । শ্রী গোয়েল আরও জানান, দেশে পর্যটন, পণ্য পরিবহণ, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা, স্টার্টআপ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সম্প্রসারণ ঘটেছে । ভারত জলবায়ু পরিবর্তন রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি জানান । এদিনের সমাবর্তনে সংযুক্ত আরব আমিরশাহী, ফিজি, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের বাণিজ্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন ।

CG/SS/RAB



(Release ID: 1733516) Visitor Counter : 166


Read this release in: English