প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌ যুদ্ধ জাহাজ আইএনএস তাবার ইতালির নেপলস বন্দেরর কাছে ইতালীয় নৌবাহিনীর জাহাজের সঙ্গে এক যৌথ মহড়ায় অংশ নিয়েছে
प्रविष्टि तिथि:
07 JUL 2021 7:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ জুলাই, ২০২১
বর্তমানে ভূমধ্যসাগরে মোতায়েন ভারতীয় নৌ যুদ্ধ জাহাজ আইএনএস তাবার ৩ জুলাই ইতালির নেপলস বন্দরে পৌঁছোয়। ইতালীয় নৌবাহিনী জাহাজটিকে উষ্ণ অভ্যর্থনা জানায় । বন্দরে অবস্থানকালে আইএনএস তাবার'এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মহেশ মঙ্গিপুদি নেপলস কর্তৃপক্ষ, ইতালির আঞ্চলিক নৌ সেনা ঘাঁটির আধিকারিক এবং নেপলস'এর উপকূল রক্ষীবাহিনী বাহিনী'র সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বন্দর থেকে ছেড়ে বেড়িয়ে আসার আগে আইএনএস তাবার জাহাজটি গত চৌঠা ও ৫ জুলাই
টাইরহেনিয়ান সাগরে ইতালীয় নৌ বাহিনীর প্রথম সারির যুদ্ধ জাহাজ আইটিএস আন্তোনিও মার্সেগ্লিয়া (এফ ৫৯৭) এর সঙ্গে এক সামুদ্রিক মহড়ায় অংশ নেয়। উভয় দেশের নৌ বাহিনীর মধ্যে পারস্পরিক দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্রে যে কোন রকম প্রতিবন্ধকতা মোকাবিলায় পারদর্শী হয়ে ওঠার ক্ষেত্রে এই মহড়া বিশেষ সহায়তা প্রদান করবে।
CG/SS
(रिलीज़ आईडी: 1733445)
आगंतुक पटल : 273
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English