স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ টিকাকরণ: গুজব বনাম প্রকৃত তথ্য
জুলাই মাসে করোনা প্রতিষেধক টিকার ডোজ সরবরাহ নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে যথাযথভাবে জানানো হয়েছে
জুলাই মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি ১২ কোটিরও বেশি টিকার ডোজ গ্রহণ করেছে
Posted On:
07 JUL 2021 7:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ জুলাই, ২০২১
সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, অভিযোগ উঠেছে যে, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ৩২ শতাংশ কম টিকার ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে সরবরাহ করা হয়েছে।
তবে, প্রকৃত তথ্য হচ্ছে যে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বেসরকারি হাসপাতালে সরবরাহ করা সহ জুলাই মাসে টিকার কত ডোজ পাওয়া যাবে তা আগে থেকেই জানানো হয়েছে। কি পরিমাণ ডোজ পাওয়া যাবে তার ওপর নির্ভর করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে টিকাকরণের পরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক টিকা নির্মাতাদের সাথে আলোচনার ভিত্তিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়েছিল যে, জুলাই মাসে করোনা প্রতিষেধক টিকার ১২ কোটিরও বেশি ডোজ সরবরাহ করা হবে। আজ সকাল পর্যন্ত ২.৯৯ কোটি ডোজ সরবরাহ করা হয়েছে। টিকার ডোজ সরবরাহ করার আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সম্পূর্ণরূপে অবহিত করা হচ্ছে।
তদুপরি, সমস্ত রাজ্যকে অনুরোধ করা হয়েছে যে, টিকার চাহিদামত তা ভাগ করে নিতে হবে।
CG/SB
(Release ID: 1733440)
Visitor Counter : 212