রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতির কাছে থাইল্যান্ড, রোমানিয়া, কাজাকস্তান ও তুরস্কের রাষ্ট্রদূতরা তাঁদের পরিচয়পত্র জমা দিয়েছেন

प्रविष्टि तिथि: 07 JUL 2021 5:33PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৭ই জুলাই, ২০২১

রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ থাইল্যান্ড, রোমানিয়া কাজাকস্তান ও তুরস্কের রাষ্ট্রদূতদের থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে পরিচয়পত্র গ্রহণ করেছেন। যারা নিজেদের নথীপত্র জমা দিয়েছেন, তাঁরা হলেন,
১। থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিস পাত্রারাত হংটন
২। রোমানিয়ার রাষ্ট্রদূত মিস ড্যানিয়েলা মারিয়ানা সেজোনোভ টানে
৩। কাজাকস্তানের রাষ্ট্রদূত মিঃ নূরলান ঝাল্গাসবায়েব
৪। তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল
রাষ্ট্রপতি চার দেশের রাষ্ট্রদূতদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে এই দেশগুলির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে যা শান্তি ও সমৃদ্ধির অভিন্ন ভাবনায় অটুট।
রাষ্ট্রপতি আরো জানান, কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণে ভারত সামনের সারিতে রয়েছে। বিশ্বের ওষুধের ভান্ডার হিসেবে পরিচিত, ভারত কোভিড মহামারীর সময় জরুরী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নানা দেশকে সরবরাহ করেছে।
থাইল্যান্ড, রোমানিয়া কাজাকস্তান ও তুরস্কের রাষ্ট্রদূতরা তাঁদের নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে তাঁরা অঙ্গীকারবদ্ধ।

CG/CB


(रिलीज़ आईडी: 1733401) आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English