রাষ্ট্রপতিরসচিবালয়
প্রেস বিজ্ঞপ্তি
प्रविष्टि तिथि:
06 JUL 2021 6:32PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৬ই জুলাই, ২০২১
ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত নিয়োগ/ পরিবর্তনগুলি করেছেনঃ-
১। মিজোরামের রাজ্যপাল শ্রী পি এস শ্রীধরণ পিল্লাইকে বদলি করে গোয়ার রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে।
২। হরিয়ানার রাজ্যপাল শ্রী সত্যদেব নারায়ণ আর্যকে বদলি করে ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩। ত্রিপুরার রাজ্যপাল শ্রী রমেশ বৈসকে বদলি করে ঝাড়খন্ডের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে।
৪। শ্রী থাওয়ার চাঁদ গহলোতকে কর্ণাটকের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ।
৫। হিমাচল প্রদেশের রাজ্যপাল শ্রী বন্দারু দত্তাত্রেয়কে বদলি করে হরিয়ানার রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে ।
৬। ডঃ হরি বাবু কম্ভপতিকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ।
৭। শ্রী মাঙ্গুভাই ছগনভাই প্যাটেলকে মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ।
৮। শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা যেদিন থেকে তাঁদের কার্যভার গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকর হবে।
CG/CB
(रिलीज़ आईडी: 1733161)
आगंतुक पटल : 357
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English