ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি খাদি প্রাকৃতিক রংয়ের "ব্র্যান্ড অ্যাম্বাসেডর" হয়েছেন

Posted On: 06 JUL 2021 5:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জুলাই, ২০২১

দেশের নবীন শিল্পোদ্যোগীদের উৎসাহ দিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক এবং ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শ্রী নীতিন গড়করি এবার নিজেই খাদি প্রাকৃতিক রং এর "ব্র্যান্ড অ্যাম্বাসেডর" হয়েছেন। গোবর থেকে তৈরি এই প্রাকৃতিক রং তৈরি করতে যাতে শিল্পোদ্যোগীরা এগিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী তারই উদ্যোগ নিয়েছেন। জয়পুরে আজ ভারতের প্রথম গোবর থেকে তৈরি খাদি প্রাকৃতিক রং উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করে শ্রী নীতিন গডকড়ী প্রাকৃতিক রং তৈরির এই প্রযুক্তির প্রশংসা করে বলেন, এর ফলে দেশে গ্রামীন ও কৃষিভিত্তিক শিল্পের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। গোবর থেকে রং তৈরির এই গবেষণামূলক কাজের সফলতার জন্য তিনি খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের খাদি প্রাকৃতিক রং তৈরির কেন্দ্র যাতে প্রতিটি গ্রামে করা সম্ভব হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
এদিন শ্রী গড়করি নিজেই ১ হাজার লিটার প্রাকৃতিক রং এর বরাত দেন। যা তিনি নাগপুরের বাড়িতে ব্যবহার করবেন।
জয়পুরের কুমারাপ্পা জাতীয় হ্যান্ডমেড পেপার ইনস্টিটিউট ক্যাম্পাসে নতুন এই রং তৈরির কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনেরই একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে এই কেন্দ্র থেকে দিনে ৫০০ লিটার রং তৈরি করা হচ্ছে। এর উৎপাদন পরিমাণ বাড়িয়ে দৈনিক ১ হাজার লিটার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিনের অনুষ্ঠানে খাদি ও গ্রামীন শিল্প কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা জানান, গোবর থেকে রং তৈরির এই কেন্দ্রটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে করা হয়েছে।। যেখানে  রংয়ের গুণগতমান বজায় রয়েছে।

CG/ SB

 



(Release ID: 1733136) Visitor Counter : 232


Read this release in: English