কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
ইউপিএসসি ২০২১-এর এপ্রিলে নিয়োগ পরীক্ষার ফলাফল চূড়ান্ত করেছে
प्रविष्टि तिथि:
05 JUL 2021 2:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ জুলাই, ২০২১
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) চলতি বছরের এপ্রিল মাসে যে পরীক্ষাগুলি নিয়েছিল তার ফলাফল চূড়ান্ত করেছে। উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যেককে ডাক যোগের মাধ্যমে এই ফলাফল সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য ক্লিক করুন নিম্ন লিখিত লিঙ্কে –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/jul/doc20217501.pdf
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1732969)
आगंतुक पटल : 177