নারীওশিশুবিকাশমন্ত্রক

নারী ও শিশুবিকাশ মন্ত্রক ২০২১ সালের মানবপাচার (প্রতিরোধ, দেখাশোনা ও পুনর্বাসন) বিলের জন্য মন্তব্য/প্রস্তাব আহ্বান করছে

Posted On: 04 JUL 2021 7:11PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৪ঠা জুলাই, ২০২১

নারী ও শিশুবিকাশ মন্ত্রক ২০২১ সালের মানবপাচার (প্রতিরোধ, দেখাশোনা ও পুনর্বাসন) বিলের খসড়ার জন্য সংশ্লিষ্ট সকলের কাছ থেকে মন্তব্য/প্রস্তাব আহ্বান করেছে। মানব পাচার বিশেষত নারী ও শিশু পাচার প্রতিহত করা, কেউ পাচারের শিকার হলে তাঁর দেখাশোনা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা এই বিলের মূল উদ্দেশ্য। এছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষদের মানবাধিকার রক্ষা করা, তাঁদের জন্য আইনি, অর্থনৈতিক সহায়তা ও সমাজে সম্মান বজায় রাখা নিশ্চিত করার পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দিকটিও এই বিলে থাকবে। চুড়ান্ত খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদনের পর সেটি সংসদের উভয় কক্ষে পাস করিয়ে আইনে পরিণত করা হবে। সীমান্তে মানুষ পাচারের মত ঘটনাতেও এই আইন প্রযোজ্য হবে।
খসড়া বিলের বিষয়ে মন্তব্য/প্রস্তাব ১৪ই জুলাইয়ের মধ্যে ইমেলে santanu.brajabasi[at]gov[dot]in এই ঠিকানায় পাঠাতে হবে ।
খসড়া বিলটি দেখতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://wcd.nic.in/acts/public-notice-and-draft-trafficking-persons-prevention-care-and-rehabilitation-bill-2021

CG/CB



(Release ID: 1732664) Visitor Counter : 1084


Read this release in: English