বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
রেজেনেরোঁ আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা – আইএসইএফ –এ ভারত ৯টি গ্র্যান্ড অ্যাওয়ার্ড এবং ৮টি স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে
Posted On:
03 JUL 2021 4:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ জুলাই, ২০২১
রেজেনরোঁ আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় (ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার – আইএসইএফ) ভারতীয় অংশগ্রহণকারীরা ৯টি গ্যান্ড অ্যাওয়ার্ড এবং ৮টি স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন। যে জিনের কারণে বায়োটিক প্রতিরোধী ক্ষমতা তৈরি হয় এবং চিকিৎসক ছাড়া সাধারণ মানুষ যে স্টেথোস্কোপ দিয়ে ফুসফুসের বিষয়ে তথ্য জানতে পারেন , এ ধরণের নানা বিষয় নিয়ে , ভারতীয় প্রতিনিধির সদস্যরা মেলায় উপস্থিত হয়েছিলেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা ভারতীয় প্রতিনিধি দলের ২৬ জন সদস্যের সঙ্গে কথা বলেছেন। বিশ্বের ৬৪টি দেশ এবং অঞ্চলের ১৮৩৩ জন উদীয়মান বিজ্ঞানী এই মেলায় অংশ নিয়েছিলেন।
এবছর ভার্চুয়ালী আইআরআইএস জাতীয় মেলা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৬৫ হাজার ছাত্রছাত্রী এবং বিজ্ঞান মনোস্কো তাঁদের নানা উদ্ভাবন নিয়ে উপস্থিত হন। আইআরআইএস মেলায় ২১টি বিভাগে অংশগ্রহণকারীরা তাঁদের উদ্ভাবন করা যে সব সামগ্রী নিয়ে এসেছিলেন, সেগুলিকে পরীক্ষা নিরীক্ষার পর আইএসইএফ –এ অংশগ্রহণকারীদের নাম বাছাই করা হয়। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় ব্রডকমের অর্থানুকূল্যে আইআরআইএস জাতীয় মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় ১০ – ১৭ বছর বয়সী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়ে থাকেন।
ন্যাশনাল চিল্ড্রেন সায়েন্স কংগ্রেস, বৈজ্ঞানিক সংগ্রহশালাগুলির জাতীয় পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলা, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি), কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী এবং জাতীয় স্তরে বিজ্ঞান মনস্কতায় উৎসাহ দেওয়ার জন্য ইন্সপায়ার কর্মসূচির সম্মিলিত উদ্যোগ হল আইআরআইএস।
ভারত যাতে সব থেকে ভালো মানের সামগ্রী নিয়ে আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হতে পারে, ছাত্রছাত্রীরা যাতে এই মেলায় তাদের সব থেকে ভালো জিনিসটি উপস্থাপিত করতে পারে, সেটি নিশ্চিত করতে আইআরআইএস মেলার আয়োজন করা হয়। ভিন্ন ভিন্ন উদ্যোগগুলিকে মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে আইএসইএফ –এ ভারত থেকে যতজন অংশগ্রহণ করেন, তাঁদের মধ্যে ৭০ শতাংশ ছাত্রছাত্রী আর বাকি ৩০ শতাংশ বিভিন্ন বিজ্ঞান মেলায় বাছাই করা প্রথম ৫ জন অংশগ্রহণকারী।
CG/CB/SFS
(Release ID: 1732636)
Visitor Counter : 171