মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আগামীকাল নিপুণ ভারত কর্মসূচির সূচনা করবেন

Posted On: 04 JUL 2021 4:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ জুলাই, ২০২১

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা দপ্তর আগামীকাল ৫ই জুলাই ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউম্যারেসি – নিপুণ ভারত কর্মসূচি শুরু করবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ভার্চুয়ালী এই অনুষ্ঠানের সূচনা করবেন। পড়ার দক্ষতা এবং তার সঙ্গে বুঝতে পারা ও গণিত চর্চায় দক্ষতা আনতে এই উদ্যোগ। এই উপলক্ষ্যে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও, এই কর্মসূচির জন্য নির্ধারিত সঙ্গীত এবং প্রয়োজনীয় নীতি নির্দেশিকা প্রকাশ করা হবে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনুষ্ঠানেউপস্থিত থাকবেন।
বিদ্যালয় শিক্ষা ও স্বাক্ষরতা দপ্তর, ২০২০র জাতীয় শিক্ষানীতি রূপায়ণের জন্য নিপুণ ভারত কর্মসূচির সূচনা করতে চলেছে। ছাত্রছাত্রীদের মধ্যে স্বাক্ষরতা এবং গণনার মূল ভীত গড়ে তুলতে প্রয়োজনীয় পরিবেশ নিপুণ ভারতের থেকে পাওয়া যাবে। এর ফলে ২০২৬ – ২৭ শিক্ষাবর্ষের মধ্যে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বই পড়া, লেখা এবং অঙ্ক করার ক্ষেত্রে দক্ষতা গড়ে উঠবে। কেন্দ্রের সমগ্র শিক্ষা অভিযানের প্রযোজনায় জাতীয় – রাজ্য – জেলা – ব্লক – বিদ্যালয় স্তরে পাঁচ স্তরীয় ব্যবস্থা গড়ে তোলা হবে, যার সাহায্যে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

CG/CB/SFS



(Release ID: 1732634) Visitor Counter : 184


Read this release in: English