স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে এ পর্যন্ত ৩৪.৪৬ কোটি টিকা প্রদান করা হয়েছে

দৈনিক নতুন করে আক্রান্তের সংখ্যা গত ছয় দিন ধরে ৫০ হাজারের নিচে রয়েছে
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৯৭ দিন পর ৫ লক্ষের নিচে
দৈনিক আক্রান্তের হার (২.৩৫ শতাংশ) যা টানা ২৬ দিন ধরে ৫ শতাংশের নিচে

Posted On: 03 JUL 2021 2:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ জুলাই, ২০২১

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে ৩৪ কোটির মাইলফলক অতিক্রম করেছে। দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১।
ভারতে টিকাকরণ কর্মসূচি গতকাল পর্যন্ত ৩৪ কোটি অতিক্রম করেছে। আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জনকে টিকা প্রদান করা হয়েছে। গত ২৪ ঘন্টায়
৪৩,৯৯,২৯৮ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০২ লক্ষ ২২ হাজার ০০৮ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৭২ লক্ষ ৮৭ হাজার ৪৪৫ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৭৫ লক্ষ ৬০ হাজার ৫৯২ জন কর্মী প্রথম ডোজ এবং ৯৫ লক্ষ ৮৯ হাজার ৬১৯ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৯ কোটি ৬৪ লক্ষ ৯১ হাজার ৯৯৩ জন প্রথম ডোজ এবং ২৩ লক্ষ ৮০ হাজার ০৪৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ৮ কোটি ৯৮ লক্ষ ৬৫ হাজার ১৩১ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৭৫ লক্ষ ২৫ হাজার ২৮১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৬ কোটি ৮৬ লক্ষ ০৩ হাজার ৭২৫ জন প্রথম ডোজ এবং ২ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৪৪৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে সার্বজনীনভাবে টিকাদান কর্মসূচি গত ২১, জুন,২০২১ থেকে শুরু হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৪ হাজার ১১১। একটানা ছয় দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতামূলক প্রয়াসের ফলেই এই সাফল্য মিলেছে।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। আজ এই সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। টানা ৯৭ দিন পর ৫ লক্ষের নিচে নেমেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪,১০৪ টি কমেছে, যা মোট আক্রান্তের কেবল ১.৬২ শতাংশ।
ভারতে দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা গত ৫১ দিন দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় বেশ কিছুটা বেশি রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪৭৭ জন। এমনকি, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৩৬৬ টি বেশি।
অতিমারির সূচনার সময় থেকে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৯৬ লক্ষ ০৫ হাজার ৭৭৯ জন সুস্থ হয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ৫৭ হাজার ৪৭৭ জন। এর ফলে, সার্বিক সুস্থতার হার লাগাতার বেড়ে আজ দাঁড়িয়েছে ৯৭.০৬ শতাংশে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ৭৬ হাজার ০৩৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৬৪ লক্ষ ১৬ হাজার ৪৬৩। দেশে একদিকে নমুনা পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.৫০ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার আজ হয়েছে ২.৩৫ শতাংশ। এর ফলে, দৈনিক আক্রান্তের হার লাগাতার ২৬ দিন ৫ শতাংশের নিচে রয়েছে।

CG/SB

 



(Release ID: 1732492) Visitor Counter : 236


Read this release in: English