স্বরাষ্ট্র মন্ত্রক
সর্দার প্যাটেল জাতীয় সংহতি পুরস্কার২০২১-এর জন্য মনোনয়নপত্র ১৫ আগষ্ট ২০২১ পর্যন্ত জমা দেওয়া যাবে
प्रविष्टि तिथि:
02 JUL 2021 8:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ জুলাই, ২০২১
সর্দার প্যাটেল জাতীয় সংহতি পুরস্কারের জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২০২১-এর ১৫ আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া ওয়েবসাইটে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এই ওয়েবসাইট নম্বর হচ্ছে- https://nationalunityawards.mha.gov.in
সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে ভারত সরকার দেশের সংহতি এবং অখন্ডতা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার চালু করেছেন।
এই পুরস্কার গ্রহণের ক্ষেত্রে কোন ধর্ম, বর্ণ, জাতি, বয়স বা পেশা বিচার করা হয় না। ব্যক্তিবিশেষ ছাড়াও কোন সংস্থা বা কেন্দ্র এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে।
CG/ SB
(रिलीज़ आईडी: 1732373)
आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English