কেন্দ্রীয়মন্ত্রিসভা

স্বাস্থ্যক্ষেত্রে গবেষণার জন্য ভারত এবং মায়ানমারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রটিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 30 JUN 2021 9:00PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ জুন, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এবং মায়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রকের চিকিৎসা গবেষণা দপ্তরের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র নিয়ে আলোচনা হয়েছে। ২০২০র ফেব্রুয়ারি মাসে নতুন দিল্লীতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল।
এই সমঝোতাপত্রের মূল বিষয় ছিল স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার জন্য দুই সংস্থার মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা। এর মূল উদ্দেশ্যগুলি হল :
ক) পারস্পরিক আলোচনার মাধ্যমে চিহ্নিত সংক্রমিত ব্যাধি দূরীকরণ
খ) নতুন নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিহত করার জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তোলা
গ) গবেষণার পদ্ধতি, বিভিন্ন চিকিৎসা উপাদানের পরীক্ষা-নিরীক্ষা এবং সেগুলির নিয়মাবলীর ওপর প্রশিক্ষণ/দক্ষতার বিকাশ ঘটানো।
ঘ) নীতি-নির্দেশিকাগুলির মধ্যে সাযুজ্য গড়ে তোলা
কর্মশালা, বৈঠক এবং গবেষণা প্রকল্পগুলির জন্য যে তহবিলের প্রয়োজন সে বিষয়ে বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট দুই পক্ষ একটি যৌথ কর্মীগোষ্ঠী গড়ে তুলবে। এই গোষ্ঠীর বৈঠক পর্যায়ক্রমে ভারত ও মায়ানমারে অনুষ্ঠিত হবে। যে দেশ প্রতিনিধিদের পাঠাবে সেই দেশকে ভিসা, থাকার ব্যবস্থা, স্বাস্থ্য বীমা এবং যাতায়াতের খরচ বহন করতে হবে। যে দেশে বৈঠক অনুষ্ঠিত হবে সেই দেশ বৈঠকের ব্যয়ভার বহন করবে।

CG/CB/NS


(Release ID: 1731734) Visitor Counter : 183


Read this release in: English