বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

গবেষণায় দেখা গেছে ব্ল্যাক কার্বন অকাল মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে

Posted On: 30 JUN 2021 8:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুন, ২০২১

এক নতুন গবেষণায় দেখা গেছে ব্ল্যাক কার্বন মানব স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য বিরূপ প্রভাব ফেলে এবং অকাল মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই গবেষণা বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত ভবিষ্যতে মৃত্যুর কারণ অনুমান করতে আরও সাহায্য করতে পারে।
ইন্দো-গাঙ্গেয় সমভূমি অঞ্চলের ব্ল্যাক কার্বন আঞ্চলিক জলবায়ু এবং মানব স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। তবে, এর বেশিরভাগ কারণই হল বায়ু দূষণ।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহামানা সেন্টার অফ এক্সসিলেন্স ইন ক্লাইমেট চেঞ্জ রিসার্চ (এমসিইসিসিআর) এর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিজ্ঞানী আর.কে. মল এর নেতৃত্বে আরএস সিংহ, নিধি সিং, তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়, সন্তু ঘোষ এই গবেষণার কাজ চালিয়েছেন। সম্প্রতি একটি নামী পত্রিকা "বায়ুমণ্ডলীয় পরিবেশ" এ তাদের এই গবেষণা প্রকাশিত হয়েছে ।তারা এই গবেষণায় আরও দেখিয়েছেন যে, বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির সঙ্গে মৃত্যুহার ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়। তাদের এই গবেষণা আগামী দিনে জলবায়ু-বায়ু দূষণ-স্বাস্থ্য সম্পর্কিত প্রতিকূল পরিস্থিতি নিরসনে আরও ভাল পরিকল্পনার জন্য সরকার ও নীতিনির্ধারকদের সহায়তা করবে।

CG/SS

 



(Release ID: 1731730) Visitor Counter : 272


Read this release in: English