প্রতিরক্ষামন্ত্রক

সাহসিকতার পুরস্কারে ভূষিতদের বীরত্বের কাহিনী শোনানোর জন্য একটি ইন্টারঅ্যাকটিভ ভার্চুয়াল যাদুঘর স্থাপনের উদ্যোগ

Posted On: 30 JUN 2021 7:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুন, ২০২১

সমগ্র দেশ স্বাধীনতার ৭৫-তম বার্ষিকী উদযাপন করছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ভারতের গৌরবময় সামরিক বাহিনীকে সম্মান জানাতে সাহসিকতার পুরস্কারে ভূষিতদের বীরত্বের কাহিনী শোনানোর জন্য একটি ইন্টারেক্টিভ ভার্চুয়াল যাদুঘর স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স প্রতিরক্ষা মন্ত্রকের সাথে অংশীদারিত্ব করছে। এই ভার্চুয়াল যাদুঘরটি গ্যালান্ট্রি পুরস্কার পোর্টালের মাধ্যমে করা হবে। এ পোর্টালটি হচ্ছে- https://www.gallantryawards.gov.in
এই পোর্টালের মাধ্যমে সাহসিকতার জন্য পুরস্কৃত বীরদের কাহিনী ছবি সহ বর্ণনা করা থাকবে। ওই যাদুঘরে একাধিক অ্যানিমেশন ভিডিও রাখা থাকবে যা যুদ্ধের বীরদের সাহসী গল্পকে প্রাণবন্ত করে তুলবে। দর্শনার্থীরা শ্রদ্ধা নিবেদন করে তাঁদের বার্তাও পোস্ট করতে পারবেন।
প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার বলেছেন যে, প্রতিরক্ষা মন্ত্রকের এই উদ্যোগ বীর সেনাদের বীরত্বের কাহিনীকে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করবে। দেশের সুরক্ষায় তাঁদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেবে। জাতির সেবায় তাঁদের বীরত্বপূর্ণ আচরণের জন্য এটি একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি হবে।

CG/ SB

 


(Release ID: 1731659) Visitor Counter : 214


Read this release in: English