বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষপূর্তিতে এই কর্মসূচির সুফলভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন

Posted On: 30 JUN 2021 7:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুন, ২০২১

ভারতকে ডিজিটাল ক্ষমতাপ্রাপ্ত সমাজ এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ হিসাবে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সূচনা হয়। আগামীকাল এই কর্মসূচির ষষ্ঠ বর্ষপূর্তি।
উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৫’র পয়লা জুলাই উচ্চাকাঙ্খী এই কর্মসূচির সূচনা করেছিলেন। নতুন ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে এই কর্মসূচি অন্যতম সফল উদ্যোগ হয়ে উঠেছে। এর ফলে, বিভিন্ন সরকারি পরিষেবা নাগরিকদের কাছে সহজে পৌঁছে দেওয়া হয়েছে, সরকারি কাজকর্মে নাগরিকদের অংশগ্রহণে উৎসাহ বেড়েছে এবং সর্বোপরি সাধারণ মানুষের ক্ষমতায়ন হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী মোদীর অন্যতম একটি পছন্দের উদ্যোগ হিসাবে আগামীকাল ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ডিজিটাল ইন্ডিয়ার বিভিন্ন কর্মসূচির সুফলভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদের প্রারম্ভিক ভাষণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। এর পর, ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য সম্পর্কে একটি ভিডিও প্রদর্শিত হবে। প্রাথমিক অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার বিভিন্ন কর্মসূচির সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব শ্রী অজয় সোহনি।
“এই মতবিনিময় অনুষ্ঠান এক তথ্যবহুল সভা হয়ে উঠতে চলেছে, যেখানে প্রধানমন্ত্রী সুফলভোগীদের সঙ্গে কথা বলবেন। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত যে, আমরা প্রধানমন্ত্রীর সক্রিয় সহযোগিতা পেয়ে আসছি, এক কথায় যা অতুলনীয়। আমরা ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে আরও এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত আশাবাদী”, বলে অভিমত প্রকাশ করেছেন ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ম্যানেজিং ডায়রেক্টর তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অভিষেক সিং।
মতবিনিময় অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, যেখানে তিনি ডিজিটাল ইন্ডিয়ার বিভিন্ন সাফল্যের কাহিনী জনসমক্ষে তুলে ধরবেন। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে আগামী দিনে যে সমস্ত কর্মকান্ড গ্রহণ করা হবে, সে সম্পর্কেও শ্রী মোদী প্রাথমিক আভাস দেবেন।
ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান সহ প্রধানমন্ত্রীর মতবিনিময় ও ভাষণ ভার্চ্যুয়াল পদ্ধতিতে আয়োজন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় এই অনুষ্ঠানে সকলকে যুক্ত হতে আমন্ত্রণ জানানো হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার ফেসবুক ও ইউটিউব সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

CG/BD/SB



(Release ID: 1731629) Visitor Counter : 204


Read this release in: English