স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে এ পর্যন্ত ৩৩.২৮ কোটি টিকা প্রদান করা হয়েছে

ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫,৯৫১, সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫,৩৭,০৬৪, যা মোট আক্রান্তের ১.৭৭ শতাংশ
বিগত তিনদিন ধরে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে

Posted On: 30 JUN 2021 7:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুন, ২০২১

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হচ্ছে। দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১।
ভারতে টিকাকরণ কর্মসূচি গতকাল পর্যন্ত ৩৩ কোটি অতিক্রম করেছে। আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জনকে টিকা প্রদান করা হয়েছে। গত ২৪ ঘন্টায়
৩৬,৫১,৯৮৩ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০২ লক্ষ ০৮ হাজার ১৬২ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৭২ লক্ষ ৪৩ হাজার ০৮১ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৭৪ লক্ষ ৮৪ হাজার ৫৩৯ জন কর্মী প্রথম ডোজ এবং ৯৪ লক্ষ ৮০ হাজার ৬৩৩ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৯ কোটি ০০ লক্ষ ৬১ হাজার ৭১৬ জন প্রথম ডোজ এবং ২০ লক্ষ ৮৭ হাজার ৩৩১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ৮ কোটি ৮২ লক্ষ ৭০ হাজার ৪৬৪ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৫৯ লক্ষ ১১ হাজার ২৭৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৬ কোটি ৭৯ লক্ষ ৮৮ হাজার ৭১৯ জন প্রথম ডোজ এবং ২ কোটি ৪১ লক্ষ ১৮ হাজার ৬০৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে সার্বজনীনভাবে টিকাদান কর্মসূচি গত ২১, জুন,২০২১ থেকে শুরু হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৫ হাজার ৯৫১। একটানা তিন দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতামূলক প্রয়াসের ফলেই এই সাফল্য মিলেছে।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। আজ এই সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৭ হাজার ০৬৪। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫,৫৯৫ টি কমেছে, যা মোট আক্রান্তের কেবল ১.৭৭ শতাংশ।
ভারতে দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা গত ৪৮ দিন দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় বেশ কিছুটা বেশি রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন। এমনকি, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৭৭৮ টি বেশি।
অতিমারির সূচনার সময় থেকে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন সুস্থ হয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ৬০ হাজার ৭২৯ জন। এর ফলে, সার্বিক সুস্থতার হার লাগাতার বেড়ে আজ দাঁড়িয়েছে ৯৬.৯২ শতাংশে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ ৬০ হাজার ৭৫৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ০১ লক্ষ ০০ হাজার ০৪৪। দেশে একদিকে নমুনা পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.৬৯ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার আজ হয়েছে ২.৩৪ শতাংশ। এর ফলে, দৈনিক আক্রান্তের হার লাগাতার ২৩ দিন ৫ শতাংশের নিচে রয়েছে।

CG/SB

 



(Release ID: 1731622) Visitor Counter : 238


Read this release in: English