ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প গুলির ক্ষেত্রে রেটিং পদ্ধতি এবং পর্যবেক্ষণের জন্য ড্যাশবোর্ড চালুর আহ্বান জানিয়েছেন

प्रविष्टि तिथि: 29 JUN 2021 6:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুন, ২০২১

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি এমএসএমই বা ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প গুলির ক্ষেত্রে রেটিং পদ্ধতি এবং পর্যবেক্ষণের জন্য ড্যাশবোর্ড চালুর আহ্বান জানিয়েছেন। চেম্বার অফ ইন্ডিয়ান এমএসএমই, সিআইএমএসএমই- আয়োজিত আজ এক ওয়েবিনারে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ব্যাংক এবং অন্যান্য সংস্থা গুলি থেকে অর্থ নেওয়ার জন্য এমএসএমই গুলির ভালো টার্ন ওভার এবং জিএসটির রেকর্ড থাকলে তাদের রেটিং দেওয়ার ক্ষেত্রে সহজ পদ্ধতির উদ্ভাবন করতে হবে। তিনি বলেন, সমগ্র বিশ্ব এখন ভারতীয় শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। কার্যকর রেটিং পদ্ধতি থাকলে এমএসএমই গুলি বিদেশ থেকে ভালো বিনিয়োগ পেতে পারে।
শ্রী গড়করি  মনিটরিং স্কিম গুলির জন্য ড্যাশবোর্ড স্থাপনের প্রস্তাব করেন। এজন্য তিনি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলাপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিডবি-কে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গঠনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এমএসএমই গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন চিন্তা ভাবনা ও আধুনিক প্রযুক্তির পাশাপাশি কৃষি, গ্রামীণ ও উপজাতি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে, এমএসএমই গুলির দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রয়েছে। এছাড়া ১১ কোটিরও বেশি মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। যা কৃষির পর দ্বিতীয় বলা যেতে পারে।

CG/ SB

 


(रिलीज़ आईडी: 1731213) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English