প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আই এন এস তাবার ইজিপ্টের আলেকজান্দ্রিয়ায় গিয়ে পৌঁছেছে

प्रविष्टि तिथि: 29 JUN 2021 6:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুন, ২০২১

সৌহার্দ্য মূলক সফরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তাবার ২৭ জুন ইজিপ্টের আলেকজান্দ্রিয়ায় গিয়ে পৌঁছেছে। ভারত ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি প্রায়শই আলেকজান্দ্রিয়া বন্দর ঘুরে দেখে।
আইএনএস- তাবর- এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এম মহেশ এবং তার জাহাজের কর্মীরা আলেকজান্দ্রিয়া গিয়ে সৈনিক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে আলেকজান্দ্রিয়া নৌঘাঁটির কমান্ডিং অফিসার কমান্ডার রিয়ার এডমিরাল আইমান আল ড্যালিও উপস্থিত ছিলেন।
ওই বন্দর ছেড়ে চলে যাওয়ার সময় আইএনএস তাবার মিশরীয় নৌবাহিনীর জাহাজ তৌশকার সাথে সমুদ্রে মহড়াও করে।
আইএনএস তাবার-এর এই সফরের উদ্দেশ্য ছিল দু'দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

CG/ SB

 


(रिलीज़ आईडी: 1731208) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English