আইনওবিচারমন্ত্রক
বিচারপতি রবি বিজয়কুমার মালিমাথকে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে
प्रविष्टि तिथि:
28 JUN 2021 7:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুন, ২০২১
ভারতের রাষ্ট্রপতি, সংবিধানের ২২৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা প্রয়োগের দ্বারা হিমাচল প্রদেশ হাইকোর্টের বরিষ্ঠ বিচারপতি রবি বিজয়কুমার মালিমাথকে ওই আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার জন্য নিযুক্ত করেছেন। হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি লিংগপা নারায়ন স্বামী অবসর নেওয়ায় ২০২১-এর ১ জুলাই থেকে বিচারপতি রবি বিজয় কুমার মালি মাথকে দায়িত্বভার গ্রহণ করার কথা বলা হয়েছে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগের পক্ষ থেকে আজ জারি করা হয়েছে।
বিচারপতি রবি বিজয় কুমার মালিমাথ একজন বিকম, এলএলবি। তিনি ১৯৮৭ সালের ২৮ জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি কর্ণাটক হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে ২০ বছর প্র্যাকটিস করেন।
দেওয়ানী, ফৌজদারি, সাংবিধানিক, কোম্পানি বিষয়ক সহ বিভিন্ন বিষয়ে মামলা লড়েছেন। সাংবিধানিক আইন সংক্রান্ত বিষয়ে তিনি পারদর্শী। তিনি ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় এবং কর্নাটকের কুভেম্পু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি কর্ণাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। স্থায়ী বিচারপতি হন ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি। তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি হিমাচল প্রদেশ হাইকোর্টে বদলি হয়ে যান।
CG/ SB
(रिलीज़ आईडी: 1730980)
आगंतुक पटल : 331
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English