প্রতিরক্ষামন্ত্রক
ডি আরডিও-র অত্যাধুনিক অগ্নি পি ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রর সফল উৎক্ষেপণ
Posted On:
28 JUN 2021 5:14PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৮শে জুন ,২০২১
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন౼ ডিআরডিও) আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ওডিশার বালেশ্বর উপকূলে ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে অত্যাধুনিক নিউক্লিয়াস ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র অগ্নি পি উৎক্ষেপণ করেছে। পূর্ব উপকূলের বিভিন্ন টেলিমেট্রি ও র্যাডার স্টেশন থেকে এই উৎক্ষেপণের বিষয়ে নজরদারী চালানো হয়। নিখুঁত ভাবে এই ক্ষেপনাস্ত্র অভীষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
অগ্নি ক্ষেপনাস্ত্রর নতুন অত্যাধুনিক সংস্করণ অগ্নি পি। ক্যানিস্টারাইড এই ক্ষেপনাস্ত্রর পাল্লা ১হাজার থেকে ২ হাজার কিলোমিটার।
CG/CB
(Release ID: 1730926)
Visitor Counter : 373