উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

আমাদের ভাষার সংরক্ষণের জন্য গণআন্দোলনের প্রয়োজন: উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু

জাতীয় শিক্ষানীতি-২০২০'র ভাবনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় শেখার জন্য উপরাষ্ট্রপতির আবেদন

Posted On: 27 JUN 2021 7:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ জুন, ২০২১

আমাদের ভাষার ঐতিহ্য গুলি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাষা সংরক্ষণের জন্য গণ-আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু গুরুত্ব দিয়েছেন। ভাষার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ভৌগলিক অবস্থান এবং পরম্পরা অনুযায়ী ভাষা মানুষকে একত্রিত করে রেখেছে। আমাদের ভাষা ও সংস্কৃতি এবং ঐতিহ্যকে সংরক্ষিত করে রাখার প্রতি উপরাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করেন।
উপরাষ্ট্রপতি এদিন ষষ্ঠ 'রাষ্ট্রতারা তেলেগু সমক্ষ্যা' সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি পরামর্শ দেন যে, তেলেগু ভাষার ঐতিহ্যকে বজায় রাখতে গেলে তেলেগু জনগণকে একত্রিত হতে হবে। একটি ভাষা তার অবহেলার কারণে পতন ঘটতে পারে। তবে, অন্য ভাষা ও সংস্কৃতিকে দাবিয়ে না রেখে নিজের মাতৃভাষার সংরক্ষণ এবং প্রচারের প্রয়োজন রয়েছে। এটা প্রত্যেকেরই কর্তব্য হওয়া উচিত।
উপরাষ্ট্রপতি বলেন, জাতীয় শিক্ষানীতি-২০২০ যেমনভাবে পরিকল্পনা করা হয়েছিল, তাতে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া উচিত।
তিনি উল্লেখ করেন যে, বর্তমানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধান বিচারপতি সহ দেশের শীর্ষস্থানীয় সাংবিধানিক কার্যালয় গুলিতে যারা রয়েছেন তাঁরা সকলেই মাতৃভাষায় শিক্ষা লাভ করেছেন। মাতৃভাষায় শিক্ষা লাভ করলে জীবনে সফল এবং বড় হওয়া যায় না বলে ভ্রান্ত ধারণা রয়েছে।
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে হিমাচল প্রদেশের রাজ্যপাল শ্রী বন্দারু দত্তাত্রেয়, পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা, অন্ধপ্রদেশ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ শ্রী মন্দালি বুদ্ধ প্রসাদ, সারা ভারত তেলেগু ফেডারেশনের সভাপতি ডক্টর সি এম কে রেড্ডি, রাষ্ট্রতারা তেলেগু সমক্ষ্যা-র সভাপতি সুন্দরা রাও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

CG/ SB

 



(Release ID: 1730751) Visitor Counter : 225


Read this release in: English