কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জম্মু ও কাশ্মীরে কাথুয়া জেলায় বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেছেন
Posted On:
26 JUN 2021 10:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ জুন, ২০২১
জম্মু ও কাশ্মীরের কাথুয়া জেলার কাছে আজ এক ঐতিহাসিক দিন। দেশে কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির সঙ্গে কাথুয়া জেলা আজ সামিল হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ কাথুয়া জেলায় বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কাথুয়া জেলায় গড়ে ওঠা এই কেন্দ্রটি ১৬ লক্ষ বীজ উৎপাদন এবং ২৪ লক্ষ বীজ প্রক্রিয়াকরণ করতে পারবে। সমগ্র জম্মু-কাশ্মীর অঞ্চলে বীজ প্রক্রিয়াকরণে এটি এধরণের প্রথম কেন্দ্র।
এই উপলক্ষে ডঃ জিতেন্দ্র সিং বলেন, গত কয়েক বছরে কাথুয়া একাধিকবার জাতীয় মানচিত্রে নিজের উপস্থিতির প্রমাণ রেখেছে। এমনকি, প্রধানমন্ত্রী শ্রী মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতে গত তিন চার বছরে অন্তত পক্ষে দুবার বিভিন্ন কারণে এই জেলার প্রসঙ্গ উঠে এসেছে। আজ সূচনা হওয়া কাথুয়া জেলায় গড়ে ওঠা এই বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি পার্শ্ববর্তী দুই রাজ্য পাঞ্জাব ও হিমাচল প্রদেশের চাহিদা মেটাতে সক্ষম হবে।
ডঃ সিং আরও বলেন, বিগত বছরগুলিতে কৃষকদের উচ্চফলনশীল বীজ সংগ্রহের জন্য অন্যত্র যেতে হত। এবার থেকে কৃষকরা বাড়ির কাছেই উন্নতমানের বীজ সংগ্রহ করতে পারবেন। উচ্চফালনশীল এই বীজ একদিকে যেমন ফসলের গুণমান বাড়াবে, অন্যদিকে তেমনই কৃষকের মুনাফা বৃদ্ধি করবে। কৃষক সমাজের মানোন্নয়ন ও সার্বিক কল্যাণে প্রধানমন্ত্রীর গৃহীত ঐতিহাসিক পদক্ষেপগুলির প্রশংসা করে ডঃ সিং বলেন, গত কয়েক বছরে চালু হওয়া কিষাণ বীমা যোজনা, কিষাণ সম্মান নিধি, সয়েল হেল্থ কার্ড প্রভৃতি উদ্যোগের ফলে কৃষক সমাজের সার্বিক মানোন্নয়ন হয়েছে, যা গত ৭০ বছরে কোন সরকারের আমলেই অর্জিত হয়নি।
ডঃ সিং আরও জানান, কোভিড বাধা-বিপত্তির দরুণ একটি বছর বাদে গত ৬-৭ বছরে সমগ্র উধমপুর - কাথুয়া - ডোডা লোকসভা কেন্দ্রটি একের পর এক জাতীয় কর্মসূচি রূপায়ণের দিক থেকে উপকৃত হয়েছে। তিনি কয়েকটি উদাহরণ দিয়ে জানান, শাহপুর - কান্দি প্রকল্প ৪০ বছর পর পুনরায় শুরু হয়েছে, জম্মু ও কাশ্মীরের প্রথম আন্তঃসংযোগকারী সেতু কিরিয়ান গান্ডেয়াল চালু হয়েছে, উত্তর ভারতের প্রথম জৈব প্রযুক্তি ভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক চালু হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় তহবিলের মাধ্যমে একাধিক মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান প্রভৃতি কাথুয়া জেলায় গড়ে উঠেছে।
এই উপলক্ষে ডিডিসি-র চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) মহন সিং, ভাইস চেয়ারম্যান রঘুনন্দন সিং, সিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর বিনোদ কুমার রাঠোর প্রমুখ উপস্থিত ছিলেন।
CG/BD/AS
(Release ID: 1730603)
Visitor Counter : 187