স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

৩১ কোটিরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়ার মাধ্যমে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক লাভ করেছে

Posted On: 26 JUN 2021 3:11PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৬ জুন, ২০২১

ভারতে ৩১ কোটিরও বেশি মানুষকে কোভিড টিকার ডোজ প্রদান করার মাধ্যমে এক উল্লেখযোগ্য সাফল্য এসেছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৪২ লক্ষ ৮৩৯টি টিকাকরণ পর্বের মাধ্যমে মোট ৩১ কোটি ৫০ লক্ষ ৪৫ হাজার ৯২৬টি টিকার ডোজ প্রদান করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬১ লক্ষ ১৯ হাজার ১৬৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
সার্বিক কোভিড-১৯ টিকাকরণের নতুন ব্যবস্থাপনা গত ২১ জুন থেকে কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের সর্বত্র কোভিড-১৯ টিকার পরিধি এবং টিকাকরণের গতি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৮ হাজার ৬৯৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা ১৯ দিন দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ১ লক্ষেরও নিচে রয়েছে। কেন্দ্র এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ প্রয়াসের ফলেই এই কার্যকরী সুফল মিলেছে। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫। ৮৬ দিন পর সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষের নিচে নেমে এসেছে। দেশে এখন মোট পজেটিভ রোগীর হার ১.৯৭ শতাংশ। এই নিয়ে টানা ৪৪ দিন দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি রয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৮১৮ জন। এই নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫। দেশে আরোগ্যের হার ৯৬.৭২ শতাংশ। দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ক্রমশই বাড়ছে। ২৪ ঘণ্টায় ১৭ লক্ষ ৩৫ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে মোট ৩৯ কোটি ৯৫ লক্ষ ৬৮ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

CG/SS/NS



(Release ID: 1730513) Visitor Counter : 161


Read this release in: English