প্রধানমন্ত্রীরদপ্তর

মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

Posted On: 26 JUN 2021 3:09PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৬ জুন, ২০২১

মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক দিবসে, আমাদের সমাজ থেকে মাদকের ঝুঁকি দূর করতে তৃণমূল স্তরে যারা কাজ করে চলেছেন তাঁদের আমি প্রশংসা জানাই #জীবনরক্ষার্থে এ ধরণের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। সর্বপরি মাদক অন্ধকার, ধ্বংস এবং সর্বনাশ ডেকে নিয়ে আসে।
আসুন আমরা #মাদকেরবিষয়েতথ্যভাগকরে নেওয়া-এর প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করি এবং মাদক মুক্ত ভারত গঠনের স্বপ্ন সার্থক করি। মনে রাখবেন মাদকাসক্তি কখনই শান্তি অথবা জীবনশৈলীর মান বজায় রাখেনা। একটি পুরনো #মনকিবাত অনুষ্ঠান পর্ব সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি, যেখানে মাদকাসক্তি কাটিয়ে ওঠার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

CG/SS/NS


(Release ID: 1730512) Visitor Counter : 531


Read this release in: English