ভূ-বিজ্ঞানমন্ত্রক

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ পূর্ব উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ঝাড়খন্ড, ওডিশা, অরুণাচল প্রদেশ ও আসামে বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় প্রবল বর্ষণের পূর্বভাস; ছত্তিশগড়ের কিছু কিছু এলাকায় প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা

Posted On: 24 JUN 2021 5:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুন, ২০২১

ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী, ছত্তিশগড়ের কোনও কোনও জায়গায় আজ প্রবল থেকে অতিপ্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়াও, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ পূর্ব উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ঝাড়খন্ড, ওডিশা, অরুণাচল প্রদেশ ও আসামে বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, প্রবল বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্র উপকূল, তেলেঙ্গানা, রয়্যালসীমা, তামিলনাডু ও পন্ডিচেরীতেও কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম, পশ্চিম-মধ্য এবং উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এজন্য গুজরাট উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্র উপকূল বরাবর ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় সেখানেও মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে বলা হয়েছে।

CG/BD/SB



(Release ID: 1730085) Visitor Counter : 114


Read this release in: English